খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭:নভেম্বর ২৯, ২০১৭ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের লাঙ্গলবাঁধ বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস. এম নজরুল ইসলাম, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আবদুর রশিদ, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ শহিদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।