Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার বাড়াইপাড়া কালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিবুল ইসলাম ওই এলাকার আনসার আলীর পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশিবুল ইসলাম একটি শ্যালো মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করে গাড়ির উপরে চড়ে বাড়ি ফিরছিল। ওই সময় রাস্তার উপরে ঝুলে থাকা একটি বিদ্যুৎতের তার ছিড়ে পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মশিবুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান আতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।