খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৩ লাখ মে.টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিকেজি ৩৯ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ আভিযান চলবে ২৮ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ৩ লক্ষ মে.টন আমন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৩৭ টাকা।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ কমটিরি সদস্যবৃন্দ, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য আধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধতন র্কমর্কতাবৃন্দ।