Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: বিশ্বসেরা, ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার কে জিতলেন, তা নিয়েই মাতামাতি হয় সবসময়। এশিয়ার সেরা কে হন, সেই খবর পড়ে থাকে আড়ালেই। তবে ছায়া কাটিয়ে এবার ঠিকই বিশ্ব ফুটবলপ্রেমীদের বিশেষ দৃষ্টি কেড়ে নিল এশিয়ার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

আলোর নিচের পুরস্কারটাকে বিশেষ রঙে রঙিন করলেন একজন সিরিয়ান। যুদ্ধ বিধ্বস্ত দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে এশিয়ার সেরা ফুটবলারের পুরস্কারটি জিতে নিয়েছেন ওমর খারবিন।
বুধবার রাতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রথম খেলোয়াড় হিসেবে যখন পুরস্কারটি হাতে নিলেন খারবিন, তার চোখে-মুখে খেলা করছিল আনন্দের ঝিলিক। খারবিনের সঙ্গে এশিয়ার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কারটি জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ফুটবলার সামান্থা খের।
এশিয়ার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কারটিকে যেন নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সর্বশেষ ৭ বছরে এ নিয়ে ৪ বারই এই পুরস্কারটা গেল অস্ট্রেলিয়ায়। তবে খের জিতলেন ক্যারিয়ারে প্রথম বারের মতো।
সকালে যাদের ঘুম ভাঙ্গে বোমা আর বন্দুকের গুলির শব্দে, সেই দেশের একজন ফুটবলার হিসেবে এশিয়ার সেরা হওয়াটা সত্যিই অনেক বড় ব্যাপার। তবে খারবিন প্রমাণ করে দিয়েছেন প্রতিভা আর প্রচ- ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। সিরিয়ায় বাড়ি হলেও ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তো ক্লাব আল হিলাল এবং সিরিয়া জাতীয় দল, দুই জার্সিতেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন ওমর খারবিন।

সবাইকে বিস্মিত করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া যে প্লে-অফে উঠেছিল, তার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল খারবিনের। ক্লাব আল হিলালকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতেও খারবিন রাখেন সবচেয়ে বড় অবদান। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এশিয়ার সেরা ফুটবলারের পুরস্কার সেই উড়ন্ত পারফরম্যান্সেরই স্বীকৃতি।
খারবিনের মতো সামান্থা খেরও ক্লাব এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় পার করছেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৬ ম্যাচেই করেছেন ১১ গোল। যে পরিসংখ্যান এক ঝটকায় সামনে নিয়ে আসে সময়ের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদোকে। গোলডটকম