Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের তিনদিন পর অজ্ঞাত নামা ৮ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর এসআই সোহেল। তবে এ ঘটনায় বাড়ি মালিক রাসিকুলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে রাশিকুলের শ্বাশুড়ি মিনারা বেগমকে ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মানদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ওই বাড়ির ভেতরে আত্মঘাতি বোমা বিস্ফোরণে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

অভিযানের সময় জঙ্গিদের সাথে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছিল র‌্যাব।