খােলা বাজার২৪। রবিবার, ৩ ডিসেম্বর , ২০১৭: যুদ্ধ-বিধ্বস্ত আফগান শিক্ষার্থীদের একটি দল জয় করে নিল ইউরোপের বৃহত্তম রোবটিকস ফেস্টিভাল ‘উদ্যোক্তা চ্যালেঞ্জ’র মুকুট। এস্তোনিয়ায় অনুষ্ঠিত রোবটেক্সের উপর নতুন ধরণের এই প্রতিযোগিতাটিতে সাড়ে ৩ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে বিজয়ী তিন আফগান তরুণী দেখিয়ে দিয়েছেন কীভাবে সৌরশক্তি ব্যবহার করে ছোট একটি কারখানা চালানো যায়। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই তরুণী দলের জয়ের নেপথ্যে রয়েছে এক করুণ ইতিহাস।
এর আগেও তারা ওয়াশিংটনের একটি প্রতিযোগিতায় সিলভার মেডেল জিতেছিলো দলটি। তবে প্রথমবারের মত তাদের ওই বিজয় এতটা সহজ ছিলনা। নিরাপত্তা প্রশ্নে শুধুমাত্র ভিসা দেয়ার জন্যই ঝুলিয়ে রাখা হয় প্রায় তিনমাস। এমনকি দুইবার তাদের ভিসা দিতে আপত্তিও করে কর্তৃপক্ষ।
তবে শেষ মুহূর্তে জনগণের প্রতিবাদে ভিসা দিতে বাধ্য হয় তারা। এই কারণে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেতেও তাদের অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। আফগান কন্যাদের এই বিজয় প্রসঙ্গে হিউমান রাইটস ওয়াচ বলে, যেই দেশে দুই-তৃতীয়াংশ নারী কখনোই স্কুলে যায়না সেখানে এরকম প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মোটেও কোনো সহজ বিষয় নয়।