Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০১৭: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে আজই শেষ করতে হবে, অথবা তাকে লিখিত আকারে বক্তব্য জমা দিতে হবে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। বকশীবাজারের ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়ার জামিন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপন উত্তোলনপূর্বক আত্মপক্ষ সমর্থনের আবেদন মঞ্জুর করেন।

তবে আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দিতে আবেদন করলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিরোধীতা করেন। আদালতে তিনি আবেদন করে বলেন, ‘সাত-সাতদিন খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন, আর কত? তার লিখিত বক্তব্য নেয়া হোক।’

এরপর আদালত তার আবেদন মঞ্জুর করে আজকের মধ্যেই খালেদা জিয়াকে বক্তব্য শেষ করার আদেশ দেন এবং শেষ করতে না পারলে বক্তব্য লিখিত আকারে পেশ করে জমা দিতে বলেন। পরে আদালতে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়া শুরু করেন।