Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

শাকিব-অপুর বিচ্ছেদের খবরে স্তব্ধ চলচ্চিত্র পরিবার
খােলা বাজার২৪। মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০১৭: তারকা দম্পতি শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে নিয়ে যেমন মাথাব্যথা ছিল না চলচ্চিত্র পরিবারে, তেমনি তাদের বিয়ে বিচ্ছেদের খবর নিয়েও এক ধরনের নিরবতা পালন করছে চলচ্চিত্র পরিবার তথা চলচ্চিত্রের নের্তৃত্বশীল সংগঠনগুলো। তবে ব্যক্তিগতভাবে বিষয়টাকে দু:খজনক এবং বিব্রতকর বলে মন্তব্য করেছেন চিত্রপুরীর সিনিয়র এবং খ্যাতিমান তারকা শিল্পীরা।

এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতিও এটাকে শাকিব খান এবং অপু বিশ্বাসের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছে।

তবে শিল্পী সমিতি থেকে জানানো হয়, এ বিষয়ে শাকিব খান কিংবা অপু বিশ্বাস যদি সমিতির শরণাপন্ন হতেন, তাহলে তারা সমিতিগতভাবে বিষয়টি সূরাহা করার চেষ্টা করতেন। এছাড়া এর আগে সন্তানের দাবি নিয়ে মিডিয়ার পাশাপাশি অপু বিশ্বাস যদি শিল্পী সমিতির কাছে অভিযোগ করতেন, সেক্ষেত্রেও তারা বিষয়টির সুনির্দিষ্ট একটি সমাধান দিতে পারতেন।

এদিকে সোমবার অপু বিশ্বাসের বাসায় শাকিব খানের সাক্ষর করা তালাকনামা পাঠানোর খবর শুনে চলচ্চিত্র জগতের অনেকেই হতাশা এবং দু:খ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে খ্যাতিমান অভিনেত্রী ববিতা বলেন, ‘শাকিব-অপুর এই ঘটনা নিয়ে আসলে কোনো বক্তব্য নেই। শুধু বলতে চাই, এটা আমাদের গোটা চলচ্চিত্রের জন্য হতাশার খবর।’

চলচ্চিত্র জগতের আরেক সিনিয়র অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, ‘মন্তব্য নয়, এটা নিয়ে আমার একটাই প্রত্যাশা থাকবে, তা হলো সব মান-অভিমান ভুলে তারা যেনো আবার একই ছাদের নিচে বসবাস করে। দু’পক্ষেরই যেন শুভবোধের জন্ম হয়। চলচ্চিত্র অভিনেত্রী সূচরিতা বলেন, ‘এই খবরে ব্যক্তিগতভাবে আমি অনেক মর্মাহত। যদিও বিষয়টা তাদের একান্ত ব্যক্তিগত। তবে এটা চলচ্চিত্রেই অমঙ্গল বয়ে আনবে।’

শাকিব খান এবং অপু বিশ্বাসের এই ঘটনা নিয়ে কেবল চলচ্চিত্রেই নয়, নাটক এবং অডিও অঙ্গণ এমনকি সাধারণ জনগণের মধ্যেও চলছে নানান রকম জল্পনা-কল্পনা। দু:খ, হতাশা এবং ক্ষোভ প্রকাশের পাশাপাশি রসালো মন্তব্য করতেও কেউ ছাড়ছেন না। ফেসবুকেও শাকিব খানকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের মন্তব্য জুড়ে দিচ্ছেন অনেকে।

উল্লেখ্য যে, বর্তমানে ভারতের হায়দারাবাদে শুটিংয়ে ব্যস্ত অাছেন শাকিব খান। ভারতে যাওয়ার আগে তালাকনামায় স্বাক্ষর করেন তিনি। এরপর সোমবার তালাকনামাটি অপু বিশ্বাসের বাসায় পাঠানো হয়েছে বলে জানান সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

এর আগে শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখ হয় আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।