খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: চমকপ্রদ খবরই বলা চলে। বলিউডের বাঘা দুই তারকা শাহরুখ খান এবং সালমান খানকে পেছনে ফেলে দিলেন ‘সিংঘাম’ খ্যাত তামিল সিনেমার জুনিয়র তারকা সূর্য।
জানা গেছে, এবছর সূর্য অভিনীত ‘থানা সেন্ধা কুটম’ সিনেমা সম্প্রতি একটি রেকর্ড গড়েছে। ওই সিনেমা রি-টুইট করা হয়েছে প্রায় ৭০ হাজার বার। হিসেব অনুযায়ী, চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত সালমান খান বা শাহরুখ খান কিংবা অন্য কোনো বলিউড স্টারের সিনেমা এতবার রিটুইট করা হয়নি।
তবে বলিউডের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে প্রভাসের ‘বাহুবলী’। সূর্যর সিনেমার মত না হলেও এস এস রাজামৌলি পরিচালিত ওই সিনেমার ‘রি-টুইট ফিগার’ কিন্তু সূর্যর সিনেমার রেকর্ডের কাছাকাছিই রয়েছে।