Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: আহসান হাবিব সকালের রচনা ও মোহাম্মদ রুবেল আহমেদের পরিচালনায় একক নাটক ‘সন্তান’ নিয়ে আসছেন অভিনেত্রী সুমাইয়া শিমু।

আদনান, রাহিকে ভালবাসে। তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। আদনান বাসায় এসে পরিবারকে সে কথা জানায়। মা মেয়েটি সম্পর্কে জানতে এবং একান্তে তার সঙ্গে কথা বলতে চান। আদনান মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে প্রেমিকা রাহীকে সে কথা জানায়। আদনানের কথামত রাহী তার মায়ের সঙ্গে দেখা করে। এরপর বাসায় ফিরে আর আদনানের সঙ্গে যোগাযোগ রাখেনা। আদনানও বুঝতে পারেনা রাহী কেন এমন করছে। মায়ের কাছে এ নিয়ে সে জানতে চায়-এমন গল্পে নির্মত হয়েছে একক নাটক ‘সন্তান’।

মীরা মাল্টিমিডিয়ার ব্যানারে র্নিমিত নাটকে সুমাইয়া শিমু ছাড়াও শ্যামল মওলা, শেলি আহসান, আব্দুল্লাহ রানা প্রমুখ অভিনয় করেছেন।

শুক্রবার রাত ৮টায় এটি আরটিভিতে প্রচারিত হবে।