খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে ঘুষ কেলেংকারি সম্পর্কিত ফিফার দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন ব্যান্ড তারকা কেভিন জোনাস। গতকাল বৃহস্পতিবার জোনাস ব্রাদার্সের এ তারকা আদালতে উপস্থিত হয়ে এ সাক্ষ্য দেন।
প্যারাগুয়ের জুয়ান এঞ্জেল নেপাউত, যিনি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবোল) এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে ২০১০ সালে আর্জেন্টিনায় পল ম্যাককার্টনি কনসার্ট সম্প্রচারের টিকিটের জন্য ১০,০০০ ডলার ঘুষ গ্রহণ করেছিলেন। এছাড়াও ২০১৫ সালে কোপা আমেরিকার অধিকার বাস্তবায়নের নামে প্রায় এক মিলিয়ন ডলারের বড় ঘুষ গ্রহণ করেছিলেন।।
আদালতে নেপাউতের আইনজীবী কনসার্টে এ ধরনের ঘটনা আদৌ ঘটেছে কি না এ বিষয়ে প্রশ্ন করেন। আর সেখানেই জোনাসকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কারন এই কনসার্টে তিনি নিজেই গিয়েছিলেন।
সাক্ষ্য দেয়ার সময় জোনাস বলেন, ‘কনসার্টের সময় একটি বিশেষ সুযোগ দেয়া হয়- যে কোন সময় আপনি পল ম্যাককার্টনি দেখতে পাবেন।’ নেপাউতের সাথে জোনাসের কোন সম্পর্ক নেই এবং তার সাথে কনসার্টে অংশগ্রহণ করেননি বলে উল্লেখ করেন। সাধারণভাবেই কনসার্টটি স্ট্যান্ট করনে তিনি।
নিউ ইয়র্কের আদালতে ট্রায়ালের অন্য দুই অভিযুক্ত হলনে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রাক্তন সভাপতি জোসে মারিয়া মারিন এবং মানুয়েল বার্গার, যিনি ২০১৪ সালে পেরু জাতীয় দলে খেলেছিলেন।
এই তিনজনের নামে মোট তিনটি মামলা করা হয়ছে। ধর্ষণ, জালিয়াতি এবং মানি লন্ডারিং এর মামলা দায়রে হয়ছে। -ইএসপএিনএফসি