খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: বিটকয়েনের প্ল্যাটফর্ম হ্যাক করে ৬.৪ কোটি ডলার চুরি করতে সক্ষম হয়েছে একদল হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ মাইনিং প্ল্যাটফর্ম নাইসহ্যাশ বুধবার জানায়, তাদের ডিজিটাল নিরাপত্তা ভঙ্গনের পর ২৪ ঘণ্টার জন্যে সকল কার্যক্রম বন্ধ থাকবে।
নাইসহ্যাশ থেকে জানানো হয়েছে, তাদের পেমেন্ট সিস্টেম আক্রান্ত করে তাদের বিটকয়েনের আকাউন্টের সকল তথ্য চুরি করেছে।
ঠিক কত পরিমাণ বিটকয়েন চুরি হয়েছে তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি নাইসহ্যাশ কর্তৃপক্ষ।
বিশ্বে বিটকয়েন চুরির ঘটনা নতুন কিছুই নয়। ২০১১ সালে এই মুদ্রার আবির্ভাবের পর থেকে অন্তত ৯ লক্ষ ৮০ হাজার বিটকয়েন চুরি হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার!
চলতি বছরে বিটকয়েন নামক এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির (ডিজিটাল মুদ্রা) দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহেই এই ডিজিটাল মুদ্রার ইতিহাসে প্রথমবারের মত এর মূল্য বেড়ে ১৬ হাজার ডলারে পৌঁছায়। সূত্র : সিএনএন