খােলা বাজার২৪। রোববার, ১০ ডিসেম্বর, ২০১৭: বিরাট কোহলি এবং অানুষ্কা শর্মা অবশেষে বিয়ে করতে যাচ্ছেন। সেই খবরের সুবাস ছড়িয়ে পড়ার পর এবার ফাঁস হয়ে গেল তাঁদের বিয়ের ভেন্যুও।
যে বিরুষ্কার ‘ওয়েডিং ডেস্টিনেশন’, সে খবর বাসি। টাটকা খবর হল এই যে, টাস্কানির মনোরম আঙুর খেতের মাঝে অবস্থিত একটি বিলাসবহুল রিসর্টে ভারত অধিনায়ক এবং বলিউড অভিনেত্রীর প্রেম বদলে যেতে চলেছে বিবাহ বন্ধনে। বিবাহবাসরটি আগে ছিল হেরিটেজ প্রপার্টি। পরে একে রিসর্টে বদলে ফেলা হয়। এর সামনে দিয়ে চলে গিয়েছে সরু, অপ্রশস্ত রাস্তা। বিরাট এবং অানুষ্কার বিয়ে যে এই রিসোর্টেই হতে চলেছে, ইতিমধ্যেই তার হাতেগরম প্রমাণও মিলে গিয়েছে। সূত্রের দাবি, পেশাদার ভাংরা ডান্সারদের রিসোর্টের ভিতর প্রবেশ করতে দেখা গিয়েছে। ঢোল-নাগাড়া-ড্রামের তালে তালে তাঁদের নাচের মহড়ার শব্দ ভেসে এসেছে বাইরে। যা জানা যাচ্ছে, এটিই হল সেই বহু প্রতীক্ষিত স্থান।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালও বিরাট ও অানুষ্কার বিয়ের আয়োজন করতে আগ্রহী ছিল। তাদের তরফে অনুরোধ জানানো হয়েছিল, যেন জীবনের নয়া ইনিংসও এই মাঠেই শুরু করেন বিরাট। কিন্তু ভিতর ভিতর আগে থেকেই যে সব ঠিক হয়ে গিয়েছিল। তাই পরিকল্পনায় কোনও বদল আসেনি। ইতালিতেই সাত পাকে বাধা পড়ছেন দুই লাভ বার্ড।
বিয়ে নাকি হবে সম্পূর্ণ পাঞ্জাবি মতে। বিবাহ অনুষ্ঠান হবে দিনের বেলায়, আর রাতে পার্টি। বড়দিনের পর আগামী ২৬ ডিসেম্বর, মঙ্গলবার মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরাট। সেখানে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিসিসিআই-এর কর্তাব্যক্তিরা, বলিউড সেলিব্রিটি, রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা। এমন হাই প্রোফাইল বিয়ে আর সাদামাটা গেস্ট লিস্ট? নৈব নৈব চ! শোনা যাচ্ছে, বিরুষ্কার বিয়ের সম্ভাব্য তালিকায় রয়েছেন শচীন টেণ্ডুলোর, যুবরাজ সিং, শাহরুখ খান, আমির খান, আদিত্য চোপড়ার মতো তারকারা।