Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭:  নিত্যনতুন খবরের শিরোনামে থাকা রাখি সাওয়ান্ত বিয়ের ঘোষণা দিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর পরিচয়ও দিয়েছেন বলিউডের এই ‘ড্রামা কুইন’।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।সেখানে রাখি জানিয়েছেন, তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন।আর তাঁর পাশে বসে যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি তাঁর হবু স্বামী হতে যাচ্ছেন।যদিও হবু বরের নাম, পরিচয় কিছুই জানাননি রাখি।

এর আগে ২০০৯ সালে টেলিভিশনের একটি রিয়্যালটি শো-তে গিয়ে স্বয়ম্বর করেছিলেন রাখি। ‘রাখি কা স্বয়ম্বর’ নামের ওই শো-এর সঞ্চালক ছিলেন রাম কপূর। ১৬ জন বিভিন্ন পেশার প্রতিযোগীর মধ্যে ‘ফয়সলে কি রাত’ এপিসোডে কানাডার ব্যবসায়ী পাত্র এলিশ পারুজানওয়ালার সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন রাখি। কোনও একটি অজ্ঞাত কারণে পিছিয়ে দিয়েছিলেন ওই বিয়ে। যদিও পরে সে বিয়ে হয়েছিল কিনা, তা জানা যায়নি। এ নিয়ে বিতর্কও রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।এই পরিস্থিতিতে এবার সরাসরি বিয়ের ঘোষণাই দিলেন রাখি।