Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আঙ্গুলের রং বলে দেবে ডায়বেটিসের মাত্রাখােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭:ইসরায়েলে তৈরি এক ডিভাইস রক্ত ছাড়াই আঙ্গুলের রং থেকে নির্ধারণ করতে পারবে ডায়বেটিস বা রক্তে সুগারের পরিমাণ। ক্যামেরা ও গাণিতিক পরিভাষা ব্যবহার করে ডিভাইসটি ডায়বেটিসের মাত্রা নিরুপন করতে পারবে। ¯œগাস টেনসর টিপ নামের এ ডিভাইসটি কগ নামেও পরিচিত।

ডায়বেটিস রোগীদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ নির্ণয় করতে রক্ত দেওয়া বা সূঁচের ব্যবহার অনেকের কাছেই বিড়ম্বনার মত লাগে যা থেকে নিস্তার দেবে এই ডিভাইসটি।

প্রতি ৬ সেকেন্ডে বিশ্বে একজন মানুষ ডায়বেটিসজনিত বিভিন্ন কারণে মারা যায়। বিশ্বে ডায়বেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪১৫ মিলিয়ন। টাইমস অব ইসরায়েল