খােলা বাজার২৪। শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেছেন, ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতা ও চুক্তি অবশ্যই বাস্তবায়ন ও তা রক্ষা করতে হবে। আমরা চাইনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হোক বা অন্য কারো সঙ্গে পরমানু ইস্যু নিয়ে সংকট সৃষ্টি হোক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত একটি বহুপাক্ষিক চুক্তির বিশ্বাসযোগ্যতা হ্রাস করতে পারব না এবং প্রতিশ্রুতির কাজ করে এমন কোনো চুক্তিও বাতিল করতে পারব না।
ইউরোপিয় পার্লামেন্টে এক বিতর্কে ফেদেরিকা মোঘেরিনি এ কথা বলেন। তিনি জানান, চলতি বছরের প্রথম ৬ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৯৪ ভাগ। পারমানবিক শক্তি নিয়ে সমঝোতা হওয়ার পর ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্য বৃদ্ধি সম্ভব হয়ে বলে জানান তিনি।
ফেদেরিকা মোঘেরিনি বলেন, ইরানের তেল রফতানি দেশটির ওপর অবরোধ আরোপের পূর্বের অবস্থায় পৌঁছেছে এবং রফতানি বাবদ বিলিয়ন বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে গত বছর ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫৫ ভাগ। তবে আর্থিক ও ব্যাংকিং খাতে কিছু জটিলতা রয়ে গেছে যা দেশটির সরকার দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিনান্সিয়াল ট্রিবিউন