খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭: ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজটা সমানে লড়ে যাচ্ছে দু’দলই। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা আধিপত্য দেখালেও দ্বিতীয় ওয়ানডেতেরোহিত শর্মার তৃতীয় ডাবল সেঞ্চুরিতে বড় জয় পায় ভারত। বিশাখাপত্তমে রোববারের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সিরিজ নির্ধারণি এ ম্যাচে টস হেরে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৯ ওভারে ১ উইকেটে ১১৭ রান।
শ্রীলঙ্কার সামনে সুযোগ এসেছে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের। এই ২০১৭ সালে ২৭ ওয়ানডের ২০টি জিতেছে ভারত। সাফল্যের শতকরা হার ৭৪%। কেবল ইংল্যান্ডই তাদের চেয়ে এগিয়ে। ৭৯%। এই ক্যালেন্ডার বছরে শ্রীলঙ্কাই সাফল্যের হিসেবে সবচেয়ে পেছনে। ২৭ শতাংশ। বিশাখাপত্তমের রাজাশেখারা রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা আগের ৬ ওয়ানডের ৫টিই জিতেছে স্বাগতিকরা। এর মধ্যে আছে ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জয়।