Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭: বিশ্বের এগারো প্রভাবশালী নারীর তালিকায় উঠে এসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস অসাধারণ কাজ ও সাহসিকতার ওপর ভিত্তি করে ২০১৭ সালের বিশ্বের এগারো প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে।

জিও নিউজে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশিত ওই তালিকায় ক্ষমতা, আইন, আকর্ষণীয় জীবন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকারী সৌদি আরব, ইন্দোনিশিয়া, জার্মানি, ইটালি, সুইডেন, ফ্রান্স, বার্মা, তুর্কি এবং চীনের নারীরা অন্তর্ভুক্ত হয়েছেন। যারা নিজেদের বক্তৃতা, চমৎকার কাজ ও অভিজ্ঞতা দিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বের দৃষ্টি কাড়তে সক্ষম হন।
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে অল্প সময়ের মাঝে মরিয়ম নওয়াজ প্রভাব বিস্তার করেন। তিনি নিজের বাবা নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার পর লাহোরে অনুষ্ঠিত পুননির্বাচনে নিজের মা কুলসুম নওয়াজের পক্ষে অসামান্য ভূমিকা রেখেছিলেন ও তাকে জয়ী করেন। তিনি নিজের বাবার বিরুদ্ধে আনিত অভিযোগকেও কঠিনভাবে প্রতিরোধ করেন। মরিয়ম নওয়াজকে পাকিস্তানে রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে। সূত্র : জিও নিউজ