Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার,, ২০ ডিসেম্বর, ২০১৭: টি-টুয়েন্টির জনপ্রিয় আসরগুলোর মধ্যে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) অন্যতম। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের মেলা বসে আইপিএলে। আইপিএলের একাদশতম আসরের নিলাম হতে যাচ্ছে ২০১৮ সালের ২৭ ও ২৮ জানুয়ারি।

বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা আইপিএল নিলামের চূড়ান্ত দিনের কথা জানিয়ে বলেন, ‘সর্বাধিক খেলোয়াড় নিয়ে আইপিএলের নিলাম হতে যাচ্ছে এবার। মেগা নিলামটি বেঙালুরুতে হতে যাচ্ছে ২৭ ও ২৮ জানুয়ারি। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দ অনুযায়ি অন্যসব বারের মতো এবারো বেঙালুরুতেই হবে নিলাম।’

এবারও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৫জন করে পুরোনো খেলোয়াড় ধরে রাখতে পারবে। জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেই তালিকা ৪ জানুয়ারির মধ্যে জমা দেবে বলে ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলছে। আর ১৮ জানুয়ারির মধ্যে পুলও চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি।

ফ্যাঞ্চাইজিগুলোর দল সাজানোর খরচটা সর্বোচ্চ ৮০ কোটি রুপি করা হয়েছে। এছাড়া ২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যাল নিষেধাজ্ঞা কাটিয়ে নিলামে অংশগ্রহণ করবে। ইএসপিএন