Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: : রাষ্ট্রের প্রধান অাইন কর্মকর্তা মাহবুবে অালম তার দায়ীত্ব ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কর্মকর্তা। অথচ তিনি দায়ীত্ব ভুলে গিয়ে সরকারের প্রতিনিধিত্ব করছেন। প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে রিভিউ দায়ের সরকারের ষড়যন্ত্রের অংশ। তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়।

বারের সম্পাদক আরও বলেন, প্রধান বিচারপতি নিয়ে অন্ধকারে রয়েছে। প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ। এটি খালি থাকার সুযোগ নেই। প্রধান বিচারপতি ছাড়া বিচার বিভাগ অভিভাবকহীন হয়ে গেছে। সরকার নিয়ন্ত্রীত বিচার বিভাগ চায়, কারণ দেশে সুশাষণ নেই।

এছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ক্যান্সারের কথা বলে জোর করে ছুটিতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন খোকন।