Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: ভারতের সেলফোন ব্যবহারকারীরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করে। দেশটির সেলফোন ব্যবহারকারীরা প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করে, যা বিশ্বের অন্য দেশের গ্রাহকদের চেয়ে বেশি। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা এনআইটিআই আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিতাভ কান্ত সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গত শুক্রবার অমিতাভ কান্ত মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অসাধারণ! প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডাটা খরচ হয়। ভারত এখন মোবাইল ডাটা ব্যবহারে বিশ্বের এক নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের গ্রাহক একত্রে প্রতি মাসে যে পরিমাণ মোবাইল ডাটা ব্যবহার করে, ভারতে তার চেয়েও বেশি ব্যয় হয়।’ তবে এমন তথ্যের উত্স প্রকাশ করেননি অমিতাভ।

চলতি মাসের শুরুর দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট গতি পরীক্ষা প্রতিষ্ঠান ওকলা জানায়, মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ভারতের স্থান ১০৯তম। দেশটি নেপাল কিংবা শ্রীলংকার চেয়েও পিছিয়ে রয়েছে। তবে ফিক্সড ব্রডব্যান্ড গতিতে ভারত ৭৬তম স্থানে রয়েছে।

গত বছর সেপ্টেম্বরে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম চালুর পর থেকেই ভারতে মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার বেড়ে যায়। প্রতিষ্ঠানটি গ্রাহক টানতে নানা ধরনের সুবিধা দিচ্ছে। ফলে ইন্টারনেট ডাটা ব্যবহার বাড়ছে। বর্তমানে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা শতকোটি ছাড়িয়ে গেছে। তবে এর অনেকে এখনো ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে না। ২০১৬ সালে ৩৫ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছে।