Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: আগামী ছয় দিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী গতকাল সোমবার রাতে বার্তা সংস্থা ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যেকোনো ধরনের শুটিংসহ সব ধরনের কাজে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিনেট নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওই দিন নতুন কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে।