Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭:  নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসন জন্য নির্মিত পোশাক কারখানা ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র আজ বুধবার উদ্বোধন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ‘রিজিলয়ান্স’ নামের ওই কারখানার উদ্বোধন করবেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, জেলা কারাগারের ছয় হাজার বর্গফুটে আয়তনের (টিনশেড) পোশাক কারখানা ও এক হাজার বর্গফুট জায়গায় জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র করা হয়েছে বন্দিদের সংশোধন ও পুনর্বাসন জন্য।

“আমাদের দেশে কারাগারে ভেতরে এটাই প্রথম পোশাক কারখানা। এখানকার বন্দিদের উৎপাদিত পণ্য ‘আড়ং’ এ সরবরাহ করা হবে।”

তিনি আরও বলেন, বিকেএমইএর মাধ্যমে পোশাক বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে। পণ্য বিক্রির টাকা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারবেন।

জেল সুপার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার কারা পোশাক কারখানার পাশাপাশি ছয় তলা বন্দি ভবন ও ছয় তলা সেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।