Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭:রাজধানীর ভাষানটেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সেচ্ছাসেবক লীগ নেতা ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক।

ভাষানটেক থানাধীন পিআরপি স্কুলের বিভিন্ন মাদক স্পটে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ১০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদ জানান, অভিযান চালিয়ে রাত ১০টায় তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।