খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭:বিভিন্ন কারণে সেন্সর বোর্ডে প্রায় ১১ মাস আটকে থাকার পর অবশেষে আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রাণিত ছবি ‘মোদী কাকা কা গাঁও’। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ একটি সংবাদ প্রকাশ করেছেন।
তুষার এ গোয়েল পরিচালিত এই ছবিটি মূলত নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী কিভাবে তার দেশের জন্য কাজ করতে গিয়ে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নয়নের পথ প্রশস্ত করেছেন সেসব বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক, নোট বাতিলের মতো ইস্যুগুলোও একের পর এক এসেছে এখানে। তবে ছবিটি মোদীর বায়োপিক যে নয় তা স্পষ্ট করে দিয়েছেন চিত্রনির্মাতা।
ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রোহিত রাজ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন চন্দ্রমণি এম এবং জেবা এ. প্রমুখ।