Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭: নরসিংদীর ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান মিয়া “হোসেন শহীদ সোহরাওয়াদী” পদক লাভ করেছেন। তাকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ঢাকাস্থ হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদ তাকে এই পদকে ভুষিত করে। গত ২৫ ডিসেম্বর সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতি মিলনায়তনে হোসেন সোহ্রাওয়াদীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান । আলোচনা সভা শেষে প্রধান অতিথির নিকট থেকে নরসিংদীর এনজিও ব্যাক্তিত্ব মোঃ শাহজাহান মিয়া ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।