Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: তার বিবাহ পর্ব নিয়ে তুমুল জল্পনা হয়েছিল। বিবাহ-উত্তর পর্বেও হইচই কম হয়নি। কিন্তু বিরাট কোহলি তার বিয়ে নিয়ে বুধবারের আগে পর্যন্ত কিছু বলেননি, সেই বিয়ের দিনে করা একটি মাত্র টুইট বাদ দিয়ে।

দণি আফ্রিকা সফরে যাওয়ার আগের দিন, বুধবার সাংবাদিকদের সাথে বৈঠককালে প্রথমবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন কোহলি। বলে দিলেন, বিয়েটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।

তিন টেস্ট, ছয়টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দণি আফ্রিকা উড়ে যাচ্ছে ভারত। তার আগে ভারত অধিনায়কের কাছে প্রশ্ন করা হয়, আপনি যে এত দিন ক্রিকেটের বাইরে ছিলেন, ফিরে আসতে সমস্যা হবে না? যা শুনে কোহলি বলেন, আমি এমন একটা কাজের জন্য বাইরে ছিলাম, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রিকেটে ফোকাস ফিরিয়ে আনতে আমার কোনও সমস্যা হবে না। কারণ ক্রিকেট আমার রক্তে। আর এটা শুধু আমার েেত্রই খাটে না। দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফের সম্পর্কেও একই কথা প্রযোজ্য।

১১ ডিসেম্বর তাদের বিয়ের পর দেশে ফিরে দুটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন বিরাট কোহলি-অনুশকা শর্মা। কিন্তু এই ব্যস্তার মধ্যেও যে তিনি দণি আফ্রিকার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন, সেটা বলেছেন কোহলি। তার কথায়, আমার অবেচেতন মনে কিন্তু সব সময় দণি আফ্রিকা সফরটা ঘুরছিল। মানসিকভাবে তাই এই সফরটার জন্য আমি তৈরি। -ক্রিকইনফো