খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭:রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক তিন ধরনের সঞ্চয় বন্ডের বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এজন্য দেশের মফস্বর শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাকে বন্ড বিক্রি বাড়ানোর নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (ডাব্লিওইডিবি), ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড (ডিআইবি) এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের (ডিপিবি) বিক্রয় সকল তফসিলি ব্যাংকের এডি শাখা সমূহে অনুমোদিত। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ঢাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ ব্যতীত জেলা-উপজেলা শহরের শাখাগুলো এ সমস্ত বন্ড খুব কম বিক্রি করে। প্রত্যন্ত অঞ্চলে বন্ড বিক্রি না করার কারণে প্রবাসীরা তাদের রেমিটেন্সের বিপরীতে বন্ড ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এর ফলে রেমিটেন্সের আন্তঃপ্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে এবং রেমিটেন্স খাতে বিনিয়োগ কমে যাচ্ছে। এ কারণে বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলোকে ডাব্লিওইডিবি, ডিআইবি ও ডিপিবি বিক্রি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।