Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭: বিদ্যুৎ বিল নিয়ে কম বেশি সবাই একটু হিসাব করে চলেন। মাস শেষে গতানুগতিক বিলের চেয়ে বেশি বিল আসলে কারণ অনুসন্ধানও করেন কেউ কেউ। তবে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা বাড়ির বিদ্যুৎ বিল দেখে স্ট্রোক করার উপক্রম হয়েছিল। হবেই না কেন তার বিদ্যুৎ বিলের অঙ্কটা যে ২৮৪ বিলিয়ন ডলার!

ম্যারি হোরোমানস্কি নামের ঐ নারী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, নভেম্বর মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে তা জাতীয় ঋণের চেয়ে বেশি। তার দাবি, সারাদিন বিদ্যুৎ ব্যবহার করলেও হাজার ডলার পার হওয়ার কথা নয়। কারণ প্রতিমাসে ৫০০ থেকে ৬০০ ডলার বিদ্যুৎ বিল গুনতে হয় তাকে। তাই এক লাফে এই পরিমাণ বিল দেখে তাজ্জব বনে গেছেন।

ম্যারি আরো বলেন, আমরা যদি আমাদের সব সম্পত্তি বিক্রি করে দেই তাহলে যে টাকা হবে সেই টাকা কিস্তি হিসেবে দিলে ১০০ বছরেও এই বিদ্যুৎ বিল পরিশোধ হবে না। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভুল করে এই ধরনের ভূতুড়ে বিদ্যুৎ বিল এসেছে। দ্রুত সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।