খােলা বাজার২৪।শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭: ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, ক্যারিয়ার সবকিছু মিলিয়ে বছরটা ভালোই কাটালেন বিরাট কোহলি। এ বছরেই ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন। ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহকে। জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ আনুশকা শর্মাকে। সবমিলে ২০১৭ সাল একান্তই নিজেব ছিল বিরাট কোহলির জন্য।
সফলতার চাবিকাঠি হিসেবে তিনটি মূলমন্ত্র মেনে চলেন কোহলি। যেগুলো হলো- শৃঙ্খলা, ফিটনেস ও পেশাদারিত্ব। সারা বছরে এত অর্জনের মাঝেও যেন কিছু একটা হারানোর যন্ত্রনা সবসময় ব্যথিত করে কোহলিকে। পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে কি সেই দুঃখ? তার উত্তরটি হলো ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে বুমরাহর সেই ‘নো বল’। যে ‘নে বল’ থেকে জীবন পেয়ে ফাইনাল ম্যাচে শতক হাঁকান ফখর জামান। পাকিস্তান গড়ে রানের পাহাড়, আর ভারত হেরে বসে বিশাল ব্যবধানে। যার ফলে শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
পুরো বছরজুড়ে এত অর্জনের ভিড়েও ঠিক এই জায়গার তটা টাটকা রয়েছে কোহলির মনে। বছরের শেষ দিকে এসে ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে এসে ঠিক এমন কথাগুলোই বললেন ভারতের দলনায়ক।
তবে একটি বছরের সবকিছুই ভালো যাবে এমনটি মানতেও নারাজ কোহলি। অনুষ্ঠানের একপর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক গৌরব কাপুর কোহলির কাছে জানতে চান, এই বিরাট যদি ক্রিকেটার না হত, তাহলে কী হত? টিম ইন্ডয়ার দলনায়ক সাফ জানালেন, ‘আমি পাক্কা একজন সেলসম্যান হতাম। ভাল সেলসম্যান হতাম এবং অ্যাকোয়াগার্ড বিক্রি করতাম।’