Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটে তার দেশকে ‘মিথ্যা ও প্রতারণা’র জন্যে অভিযোগের পর বিষয়টি নিয়ে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক ডেকেছেন। তার সভাপতিত্বে এ বৈঠকে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণ করা হবে বলে দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, সেবা খাতের প্রধান ছাড়াও সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্যুইটারে পাকিস্তানকে সাহায্য দেওয়ার বিষয়টি তার দেশের বোকামি ছিল বলেও অভিহিত করেন।