Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: ইস্ফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক কৃত্রিম অঙ্গ উদ্ভাবন করেছেন তা যাদের হাঁটুর নিচে সমস্যা রয়েছে তা নিরসনে কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়টির মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি দল এধরনের অঙ্গ উদ্ভাবন করে বলেছে সাধারণত এধরনের অঙ্গ কার্বন দিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়ে থাকে। দলের প্রধান নিমা জামশিদি বলেন, ইরানে কার্বন সামরিকভাবে ব্যবহার হতে পারে এ আশঙ্কায় আমদানি করা যায় না তাই এর বিকল্প উপাদান দিয়েই আমাদের কৃত্রিম অঙ্গ উদ্ভাবন করতে হয়েছে। এবং এটি যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত কার্বন অঙ্গের মতই ব্যবহারযোগ্য। মেহর

নিমা আরো জানান, যুক্তরাষ্ট্রের তৈরি কার্বনের অঙ্গ টেকসই হয়ে থাকে গড়ে ৩ বছরের মত। কিন্তু আমাদের উদ্ভাবিত কৃত্রিম অঙ্গটি ৫ বছর টেকসই থাকবে। প্রতিদিন এটি ব্যবহার করে কোনো মানুষ ৬ হাজার বার পা ফেলতে পারবে। ইতিমধ্যে ৪০ জন এধরনের কৃত্রিম অঙ্গ পরীক্ষা করে দেখেছেন। এবং সহজলভ্য বলে ইরানের বাজারেও এটি মানুষের পক্ষে কেনা সম্ভব হবে।