Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: গাজীপুরে এক যুবককে হত্যা করে লাশ ড্রেনে ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মহানগরের বাসন সড়ক এলাকা থেকে আনুমানিক ত্রিশ বছর বয়সের অজ্ঞাত ওই যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

জয়দেবপুর থানার এসআই মোঃ সাদেকুর রহমান ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পয়নিষ্কানের ড্রেনে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ওই লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় দুই দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ ওইখানে ফেলে রাখে । লাশের পরণে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের জ্যাকেট এবং টিয়া রংয়ের গেঞ্জি রয়েছে।