Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮: এবার লালন, রবীন্দ্রনাথ ও কাঙাল হরিনাথকে একই চলচ্চিত্রে দেখা যাবে। আর এ কাজটি করতে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু।
এ বিষয়ে রিয়াজুল রিজু বলেন, ‘কাঙাল হরিনাথ একজন বিপ্লবী, সাংবাদিকতার প্রবাদপুরুষ। আমি নিজেও একজন সংবাদকর্মী, সেই দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করার ইচ্ছা। তার জীবনের অনেক গল্প। তবে সিনেমায় আমি গুরুত্ব দিতে চেয়েছি হরিনাথের সাংবাদিক জীবন এবং বিপ্লবের গল্প।’
তিনি আরো বলেন, ‘এবার সরকারি অনুদানের জন্য ছবিটি জমা দিয়েছি। তাই অনুদান ঘোষণার আগ পর্যন্ত ছবির শুটিং শুরু করতে পারছিনা। অনুদান পাবো কিনা জানি না।  তবে আশা আছে। কারণ প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী দু’জনই সংস্কৃতিমনা ও চলচ্চিত্রপ্রেমী। তাই ভালো চলচ্চিত্র নির্মাণে উনারা সদয় হবেন, আলাদাভাবে দৃষ্টি দিবেন-এটাই আমার বিশ্বাস।’
চলচ্চিত্রটির অভিনয়শিল্পী নির্বাচন এখনো শেষ হয়নি। রিজু  জানান, ছবিটিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যেমন-রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের মতো বিখ্যাত ব্যক্তি। যার জন্য চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী বাছাই করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছি। প্রাথমিক একটি তালিকা করেছি। চূড়ান্ত হলে সবাইকে জানাবো।
‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতায় রিয়াজুল রিজু ও মাসুম রেজা জুটি এ চলচ্চিত্রেরও চিত্রনাট্য যৌথভাবেই করছেন।
প্রসঙ্গত, কাঙাল হরিনাথ ভারতবর্ষে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ। একজন বিপ্লবী হিসেবেও তার নাম ইতিহাসের পাতায় অনুপ্রেরণার কালিতে লেখা। কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী কুমারখালী গ্রামে ১২৪০ বঙ্গাব্দ ও ২২ জুলাই ১৮৩৩ সালে জন্মেছিলেন।
তৎকালীন জমিদারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার জন্য ইংরেজি ১৮৬৩ ও ১২৭০ বঙ্গাব্দের পয়লা বৈশাখ ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকায় লেখনীর মাধ্যমেই অবহেলিত মানুষের হৃদয়ে জায়গা করে নেন কাঙাল হরিনাথ।