খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে শুরু হয়েছে কনজিউমার ইলেকট্রনিক শো (CES 2018). শোতে এক টিবির উইএসবি ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে এল স্যানডিস্ক যা সরাসরি মোবাইলের সঙ্গে যুক্ত করা সম্ভব। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি বিশ্বের সব থেকে ছোট USB C ফ্ল্যাশ ড্রাইভ, যার মেমোরি ১টিবি।
এটি প্রোটোটাইপ৷ এর টাইপ USB C. USB Type C-এর স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং এরফলে এই ফ্ল্যাশ ড্রাইভকে ওই মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। এর জন্য কোনও ওটিজি কানেক্টরের প্রয়োজন নেই। যদিও এর আগে কিংসটন ২টিবি-র ডেটা ট্রাভেলর আলটিমেট জিটি লঞ্চ করেছিল। এটি সাধারণ পেনড্রাইভ ছিল যা সরাসরি USB Type C স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে না।
তবে স্যানডিস্কের এই ফ্ল্যাশড্রাইভ প্রোটোটাইপ সবথেকে ছোট হলেও এর মেমোরি অনেক বেশি৷ তবে এর দাম সম্পর্কে এখনই বিশেষ কিছু জানা যায়নি। কবে থেকে বাজারে পাওয়া যাবে তাও জানা যায়নি।