Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮: আজ রোববার (১৪ জানুয়ারি) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে স্বর্ণদ্বীপে যাচ্ছেন তিনি। রাষ্ট্রপতি কার্যালয়ের এক সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

স্বর্ণদ্বীপে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক। সেখানে প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন রাষ্ট্রপতি।

এছাড়া রাষ্ট্রপতি সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ সেনাবাহিনীদের তৈরি বিদেশি নারিকেল বাগান, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ও সামরিক বাহিনীর ডেইরি ফার্ম পরিদর্শন করবেন। এরপর বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন