Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮:  মা ও বাবার হাতেই দুই থেকে উনত্রিশ বছর বয়সী ১৩ জন ছেলে মেয়ে নির্যাতিত হয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে তাদের উদ্ধারের পর এমন তথ্য দিয়েছে পুলিশ। তাদের বিছানার সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো তাদেরই বাবা ও মা।ডেভিড অ্যলেন ও লুইস অ্যন টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শিশুদের নির্যাতন ও জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। সিএনএন

রোববার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে থেকে সতেরো বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে তার ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায় এবং পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। উদ্ধারের পর পুলিশ জানায় এসব শিশু অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো। এ উদ্ধারের ঘটনা সানবার্নাডিনো শহরে ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।