Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮: লাতুরের একটি অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিশার বয়স ছিল মাত্র ২১ মাস। এখন কিছুটা বড় হয়েছে সে। সকালে মেয়ের সাথে কিছুটা সময় না কাটিয়ে শুটিংয়ের কাজে বেরোতে পারেন না সানি। তবে মেয়ে সেটে যাক, এমনটা খুব একটা পছন্দ করেন না তিনি। তবে মাঝেমধ্যে সেটেও নিয়ে যান মেয়েকে। 

সানি জানিয়েছেন, সেটে গিয়ে ও সহজেই সবার সাথে মিশে যায়। একসঙ্গে বসে লাঞ্চও করে। এরপর আবার বাড়ি ফিরে যায়। নিজের সন্তানের সঙ্গে সময় কাটানোটা সবচেয়ে আনন্দের অনুভূতি। এটাই জীবনের সেরা সময়।

২০১৭-এর জুলাই মাসে সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিশাকে দত্তক নিয়েছিলেন। তারপর থেকে তারা সোশ্যাল মিডিয়ায় মেয়ের কোনও ছবি পোস্ট করেননি। পরে শিশু দিবসে মেয়ের ছবি পোস্ট করেছিলেন ড্যানিয়েল।

একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, দত্তক নেওয়ার বিষয়টি তিনি মেয়েকে জানাবেন। কোনও কিছুই গোপন করবেন না তারা।

সন্তানকে সামলে ব্যক্তিগত ও কাজের জীবনের সাথে তাল মেলানো নিয়ে সানির সহজ উত্তর, সন্তান থাকলে স্বাভাবিকভাবেই সময়সূচি তৈরি করে নেন বাবা-মারা।