খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আর বলিউডের অক্ষয় কুমারের আলোচিত ছবি ‘২.০’ বা ‘রোবর্ট-টু’। ছবিটি চলতি বছর অর্থাৎ ২০১৮ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির কাজও প্রায় শেষের দিকে।
‘রোবর্ট-২’তে এমন কিছু ভিস্যুয়াল ব্যবহার করা হয়েছে যা বলিউড এর আগে দেখা যায়নি। পরেও কতটা দেখা যাবে তাতেও রয়েছে সন্দেহ, পরিচালক শঙ্কার নিজেই জানালেন সেই কথা। পরিচালক বলেন, ছবির অ্যাকশন দৃশ্যে এমন কিছু স্টান্ট ব্যবহার করা হয়েছে যা এককথায় অনবদ্য।
এদিকে এই ছবি করতে গিয়ে আরো একটা আশ্চার্য ঘটনা ঘটেছে। যেটা সবাইকে অবাক করবে। ঘটনাটা মূলত অক্ষয় কুমারকে নিয়ে যার মন্তব্য তিনি নিজেই করেছেন। অক্ষয় বলেন, ছবিটি করতে গিয়ে রজনীকান্তের চড় খেয়েছেন তিনি। তবে এতে কোনও দু:খই নেই তার।
অক্ষয়ের কথায়, রজনীকান্ত আমার হিরো। এমন প্রতিভা ভারতের অভিনয়ে এর আগে আসেনি, পরেও হয়তো আর আসবে না। তাই এমন একজনের কাছে চড় খাওয়া তো ভাগ্যের ব্যাপার। যদিও মন থেকে চড় মারেননি রজনীকান্ত। খেলার ছলে দুষ্টুমি করে চড় মেরেছিলেন তিনি। সূত্র: বর্তমান