Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮:  সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা সারাদেশের ন্যায় শেরপুরেও উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

২২ জানুয়ারি সোমবার সকাল থেকে জেলা সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার স্কুল-কলেজ, পূজামন্ডপসহ বিভিন্ন স্থানে ওই পূজা শুরু হয়।

এ উপলক্ষে বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্টাত্রী দেবী সরস্বতী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সোমবার সন্ধ্যায় শহরের কালিরবাজার বটতলাস্থ বাসন্তীপাড়া ক্লাবের উদ্যোগে আয়োজিত বীণাপানি মাতার পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ কিশোর-কিশোরী ও ভক্তদের ভিড়। তারা ব্যস্ত ওই পূজার অর্চনায়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচন বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাংদেহী নমোহস্তোতে’ এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী পুরুষ কিশোর-কিশোরী ও ভক্তরা প্রণতি জানায় পূজা মন্ডপগুলোতে।