খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮: যুক্তরাষ্ট্রের গবেষকদের নতুন আবিষ্কার ক্যান্সার সিক নামের এই পদ্ধতিতে ক্যান্সার নির্ণয়ের মাথাপিছু খরচ পড়বে ৫’শ মার্কিন ডলার যা বাংলাদেশে পড়বে ৪১ হাজার টাকা। নতুন এই পদ্ধতিতে কেবল রক্ত পরীক্ষার মাধ্যমে ৮ ধরনের ক্যান্সার নির্ণয়ের সাফল্য মিলবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই এই পরীক্ষার মাধ্যমে আক্রান্ত কোষ শনাক্ত করা গেলে কমবে মৃত্যুর ঝুঁকি।
মানবদেহ থেকে কোষ সংগ্রহ করে নির্ণয় করা হয় ক্যান্সার। এতে প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করা কঠিন হয়ে পরে। তবে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর দাবি ক্যান্সার সেক নামে আবিষ্কৃত পদ্ধতিতে শুধু এক বার রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই ৮ ধরনের ক্যান্সার নির্ণয় করা যাবে।
যুক্তরাষ্ট্রের জন হকিন্স বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষক দল বলছেন, বছরে ১ বার রক্ত পরীক্ষার মাধ্যমে ৮ ধরনের ক্যান্সার নির্ণয় করা যায়।
কোড ইউ জেনেটিক্স সিইও এবং প্রতিষ্ঠাতা ডা. সারাহ লটজফ বলেছেন, এই পরীক্ষার মাধ্যমে আক্রান্ত জিন খোঁজে বের করা হয়। এই জিন ক্যান্সার কোষ থেকে ডিএনএ ও টিস্যু প্রোটিনের সঙ্গে মিশে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় একটি কম্পিউটারের মাধ্যমে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন-এর ডাক্তার ক্রিশ্চিয়ান টমাসেট্টি বলছেন, প্রাথমিক ভাবে ক্যান্সার নির্ণয় করাটা খুবই জরুরি। এতে খুব ভাল ফলাফল পাওয়া যায়। এই উদ্ভাবনটি ক্যান্সারে আক্রান্তদের মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনবে।যত দ্রুত ক্যান্সার চিহ্নিত করা যায়, তত দ্রুত এটার চিকিৎসা করে সফল হওয়া যায়।