খােলা বাজার২৪। সোমবার, ৩১ জানুয়ারি, ২০১৮: ইংরেজি বিভাগের উদ্যোগে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর নিজস্ব ক্যাম্পাসে হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জে ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয় এর হল রুমে “ইফেক্টিভ ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ফর ক্লাসরুম প্রাক্টিশনাসর্ ” বিষয়ের উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপ টি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান পিএইচডি এবং এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: গোলাম মরতুজা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম আনজুম, কম্পিউটার সাইন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইসমাঈল জবিউল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শওকত আলী শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষগণ ও ইংরেজি বিষয়ের শিক্ষকবৃন্দ। সেমিনারটির মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদিরুল ইসলাম।
ওয়ার্কশপ টির মূল উদ্দেশ্য ছিল কিভাবে ইংরেজির শিক্ষকগণ ক্লাসে তাদের শিক্ষার্থীদের ভালভাবে ইংরেজি পাঠদান করবেন এবং কিভাবে তাঁরা ক্লাসে বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়া তরান্বিত করবেন।