Sun. Oct 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: হাসপাতালে ভর্তি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। শুক্রবার, তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, গ্যাস্ট্রো-ইন্টেসটাইনাল বা পেটের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে।

পেটের সমস্যা নতুন নয় ৬৯ বছরের এই অভিনেতার। এর আগে, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সেভেন হিলস হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় তাঁকে ১২-দিন হাসপাতালে কাটাতে হয়েছিল।

সূত্রের খবর, সম্প্রতি তাঁর অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দ্বিতীয় অস্ত্রোপচার করার সম্ভাবনা এখনই নেই। চিকিৎসকদের দাবি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

অমিতাভ বচ্চন টুইটে করে জানান, স্বাধীন!!! সেন্ট্রাল লাইন থেকে মুক্তি, ঘুড়ি থেকে মুক্তি, কোনও বিধিনিষেধ ছাড়াই ঘুমনোয় মুক্তি, এবার শুধু হাসপাতাল থেকে মুক্তির অপেক্ষায়।