Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন নিয়ন্ত্রনে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও সাতটি ইউনিট পথে রয়েছে।’

 

ভাষাণটেক থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানান, বাজারের ১ ও ২ নম্বর বস্তিতে আগুন লেগেছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণে এবং এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।