Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: আগামী ১৬ ফেব্রুয়ারি যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ একযোগে দুইবাংলায়  মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করছেন ভারতের অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ।

সিনেমায় নূর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার আদৃত এবং জাহান চরিত্রে কাজ করেছেন বাংলাদেশের পূজা চেরি। এটি দু’জনারই প্রথম ছবি।

ছবির প্রচারণার অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১২টার দিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, নায়ক আদৃত ও পূজা চেরিকে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে দেখা যায়।

এসময় ‘নূর জাহান’ নিয়ে একজন দর্শক বলেন, ছবিটি ভাল হলেও দেখবো, খারাপ হলেও দেখবো।

ছবিটি নিয়ে পূজা চেরি বলেন, এ ছবিতে থাকছে দুই কিশোর-কিশোরীর হৃদয়ছোঁয়া প্রেমের গল্প। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে।

ছবির পরিচালক আবদুল আজিজ জানান, ‘নূর জাহান’ মিষ্টি প্রেমের মৌলিক গল্পের ছবি, এটি কোন নকল ছবি না। ছবিটি পরিবার নিয়ে দেখার মত একটি ছবি। আশাকরি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।

গ্যারান্টি দিয়ে তিনি উপস্থিত দর্শকদের বলেন, ছবিটি অবশ্যই ভাল লাগবে আপনাদের আর ভাল লাগবে, আর ভাল না লাগলে আমরা আপনার টাকা ফেরত দিব। আমার বিশ্বাস ‘নূর জাহান’ একবার দেখলে বারবার দেখবেন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘নূরজাহান’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সাথে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও।