Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: ইতালির রাজধানী রোমে আকস্মিকভাবে ৩০ ফিট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ  বিস্ময়কর তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার স্থানীয় সময় ৬ টায় রোমের বালদুনিয়া এলাকায় হঠাত এই গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে সেখানে পার্কিং করা গাড়িগুলো গর্তে পরে যায়।

সিএনএন তাদের প্রতিবেদনে জানায়, বিপদজ্জনক এলাকা থেকে ২২ টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। গর্তটি হয়েছে একটি নির্মাণাধীন ভবনের কারনে।  ভবনের বেজম্যান্ট তৈরীর জন্যে গর্ত খোরা হয়েছিলো। কিন্তু এতে পাশ্ববর্তী রাস্তার অবস্থা নাজেহাল হয়ে পরে। ভাড়ি যানবাহন চলার দরুন মাটি সরে যেতে থাকে। যার ফল হিসেবে এই দুর্ঘটনা।

দমকলকর্মী দল এক বিবৃতিতে জানায়, রাস্তা প্রায় ৩০ ফিট দেবে গেছে। সেখানে থাকা গাড়িগুলোও এখন গর্তে। তবে তারা কোন হতাহতের খোঁজ পায়নি।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি , রাস্তার ফাটল দেখে তারা আগেই কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলো। কিন্তু কর্তৃপক্ষ কোনরকম পদক্ষেপ নেয়নি। পেশায় আইনজীবী জিয়ানকার্লো ডি কারপ্রারিস সিএনএনকে জানান, তিনি তিন মাস আগে রাস্তায় ফাটল ধরার কারনে নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি জানান, যারা এই ঘটনার জন্যে দায়ী, তারাই এর ক্ষতিপূরণ দিবে।

সূত্র : সিএনএন।