খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত অঞ্চলে পরমাণু অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ‘ন’টি গোপন জায়গায় লুকনো আছে এ পরমাণু অস্ত্র। আর সেইসব জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা টুয়েন্টিফোর’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের মোট ন’টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার। মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিস্টেনসেন জানিয়েছেন, পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে। আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে। ঘটে যেতে পারে যে কোন ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা।
এদিকে, মার্কিন এক কর্মকর্তা যিনি সাউথ এশিয়ান পলিসি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তার লেখা একটি আর্টিকল ‘War on the Rocks’-এ বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে ২০০ থেকে ৩০০টি পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা রেখেছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন