Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮: বৃহত্তর রাজশাহীতে ছোট ছোট নদীপথ ও জলাধারে বেড়েছে কর্মপরিধি। কিন্তু সে অনুযায়ী জলপথে দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নেই রাজশাহী সদর ফায়ার সার্ভিসের। মাত্র ২ জন ডুবুরি দিয়ে এ অঞ্চলের ২ কোটি মানুষের জলপথের দুর্ঘটনায় নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ২ জন ডুবুরি নিয়ে এ দলটিকে দুর্ঘটনার সময় ছুটতে হয় বিভাগের ৮টি জেলায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, জনবল বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে।

খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে ছুটছে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহত্তর রাজশাহী অঞ্চলে নদীপথে বাণিজ্যিক পণ্য পরিবহন, মাছ শিকার, বালি উত্তোলন, পারাপারসহ বিভিন্ন স্থানে নৌ-ভ্রমণ স্পট তৈরি হওয়ায় বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনার সংখ্যা। সে তুলনায় ফায়ারসার্ভিসের ডুবুরির সংখ্যা কম, পাশাপাশি নিজস্ব জলযান ও সরঞ্জামের কমতি থাকায় মন্থর গতিতে চলে উদ্ধার কাজ।

নগরবাসী বলছেন, এক একটা ট্রলারে ৬০ জন পর্যন্ত মানুষ ওঠেন। কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে মাত্র ২ জন ডুবুরি তাদের উদ্ধার করবেন কীভাবে?

ডুবুরিরা বলছেন, একাধিক দুর্ঘটনার খবর এলে সময় মতো সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না।

রাজশাহী সদরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবরি টিমের লিডার মো: আব্দুর রাজ্জাক বলেছেন, যার আত্মীয় ডুবে যান তিনি চান দ্রুত সেবা পেতে। কিন্তু লোক সংকটের কারণে সবসময় সেটা সম্ভব হয় না। এজন্য অনেক সময় কাজ করতে গিয়ে সাধারণ মানুষের রোষানলে পড়তে হয়।

রাজশাহী সদরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: আহসানুল কবির জানান, ডুবুরির সংখ্যা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের দেয়া তথ্য মতে, গত দেড় বছর এ অঞ্চলের নদী বা জলাশয়ে পরিচালিত হয়েছে প্রায় ২’শটি ডুবুরি অভিযান। এতে উদ্ধার করা হয়েছে ৭৫টি মৃতদেহ। সূত্র: সময় টিভি