Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রুশ গুপ্তচর প্রসঙ্গে ক্রেমলিনকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিখােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের অসুস্থতার বিষয়ে রাশিয়ার সম্পৃক্ততার প্রমাণ মিললে তাতে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য।বরিস জনসন বলেন, এই ঘটনার প্রেক্ষিতে তিনি রাশিয়াকে ‘একটি বিপজ্জনক ও বিচ্ছিন্ন শক্তি’ হিসেবে অভিহিত করতে চান।

প্রসঙ্গত, ৬৬ বছর বয়সী স্ক্রিপাল ও তার মেয়ে ইয়ুলিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে অচেতন ও সংকটাপন্ন অবস্থায় রোববার স্যালিসবুরির একটি শপিংমলের বাইরে বেঞ্চে পাওয়া যায়।

যুক্তরাজ্যের সরকারি কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড সরকারি জরুরি কমিটি ‘কোবরা’য় স্যালিসবুরি ঘটনা তদন্ত বিষয়ে আলোচনা করতে বুধবার একটি বৈঠকে বসবেন। এছাড়া, উইল্টশার পুলিশের কাছ থেকে কাউন্টার টেররিজম পুলিশের ওপর তদন্তভার হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, রাশিয়া তাদের সম্পৃক্ততা পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছে, এবিষয়ে তাদের কাছে কোনও তথ্যই নেই। তবে, বৃটিশ পুলিশ চাইলে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমগুলোর প্রতিবেদন দেখে মনে হচ্ছে রাশিয়ান স্পেশাল সার্ভিস পূর্ব পরিকল্পনামাফিক এই কাজটি সম্পাদন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। পুরো পা-ুলিপিটি আরেকটি রাশিয়া-বিরোধী প্রচারণা বলেই মনে হচ্ছে। বিবিসি