Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রিয়ভাষিণীর জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মো. সামাদ  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালের সব ফরমালিটিজ সম্পন্ন করে প্রিয়ভাষিণীর লাশ তার বারিধারার বাসভবনে নেয়া হবে। সেখান থেকে তাকে আবার ল্যাব এইড হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার দুই ছেলে কানাডা ও অষ্ট্রেলিয়ায় থাকেন। ওনার এক ছেলে অষ্ট্রেলিয়া থেকে আগামীকাল বুধবার দেশে আসবেন।

ড. সামাদ জানান, বৃহস্পতিবার বেলা ১১-১২টা পর্যন্ত তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর বেসরকারি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী ইন্তেকাল করেন।

তিনি হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।